বুথেই জন্ম নিল মেয়ে, নাম রাখা হল ‘ব্যালট’!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দিবেন বলে গর্ভবতী অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মা।

আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবে সে। এমন সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই মেয়ে সন্তানের জন্ম দিলেন ওই নারী।

বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে, মেয়ের নামও রাখলেন ‘ব্যালট’! ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্ট্রিতে চলছিল ভোটগ্রহণ।

গর্ভবতী পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে জানান, একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই জন্ম দেন ফুটফুটে এক মেয়ের।

ভোটকেন্দ্রের ভেতরই মেয়ের জন্মের জন্য চেমান্যাং সদ্যোজাত মেয়ের নাম রাখেন চেপকুরা। সোয়াহিলি ভাষায় এই ‘কুরা’ মানেই হল ব্যালট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বুথেই জন্ম নিল মেয়ে, নাম রাখা হল ‘ব্যালট’!

আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দিবেন বলে গর্ভবতী অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মা।

আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবে সে। এমন সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই মেয়ে সন্তানের জন্ম দিলেন ওই নারী।

বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে, মেয়ের নামও রাখলেন ‘ব্যালট’! ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্ট্রিতে চলছিল ভোটগ্রহণ।

গর্ভবতী পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে জানান, একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই জন্ম দেন ফুটফুটে এক মেয়ের।

ভোটকেন্দ্রের ভেতরই মেয়ের জন্মের জন্য চেমান্যাং সদ্যোজাত মেয়ের নাম রাখেন চেপকুরা। সোয়াহিলি ভাষায় এই ‘কুরা’ মানেই হল ব্যালট।