৪৫ কোটি টাকা আত্মসাত: দুই ব্যবসায়ী কারাগারে !

0
24

নিউজ ডেস্ক:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে নেওয়া প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এরা হলেন- রতন ট্রেডার্সের মালিক আলী আকবর খান রতন ও জিও ট্রেডিং সার্ভে করপোরেশনের এমডি ইঞ্জিনিয়ার গোলাম কবীর।

গতকাল বুধবার বিকেলে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক আসামিদের আদালতে হাজির করেন। আসামি গোলাম কবীরকে কারাগারে আটক রাখার এবং অপর আসামি আলী আকবর খান রতনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামি আলী আকবর খান রতনের পক্ষে সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিলপূর্বক জামিনের শুনানি করেন। তিনি বলেন, তারা ঋণ নিয়েছিলেন, সেই ঋণ পরিশোধ করেছেন। এখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। তাই আমি তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করছি। গোলাম কবীরেরও জামিন প্রার্থনা করেন তিনি। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, বুধবার রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল ওই দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আলী আকবর খান রতনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করান। সাভার উপজেলাধীন আশুলিয়া, মনসন্তোষ ও তৈয়বপুর মৌজায় কোনো জমি আলী আকবর খান রতনের নামে না থাকা সত্বেও ১০৫ বিঘা জমি মর্টগেজ প্রদানসহ ভুয়া কাগজপত্র দিয়ে গুলশান করপোরেট শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ নেন। ঋণের টাকা আমদানি-রপ্তানি ব্যবসার উদ্দেশ্যে গ্রহণ করা হলেও তা না করে জমি কেনার জন্য ব্যবহার করেন।

ওই ঘটনায় ২৫ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক এ দুই আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।