বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

৪৫ কোটি টাকা আত্মসাত: দুই ব্যবসায়ী কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে নেওয়া প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এরা হলেন- রতন ট্রেডার্সের মালিক আলী আকবর খান রতন ও জিও ট্রেডিং সার্ভে করপোরেশনের এমডি ইঞ্জিনিয়ার গোলাম কবীর।

গতকাল বুধবার বিকেলে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক আসামিদের আদালতে হাজির করেন। আসামি গোলাম কবীরকে কারাগারে আটক রাখার এবং অপর আসামি আলী আকবর খান রতনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামি আলী আকবর খান রতনের পক্ষে সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিলপূর্বক জামিনের শুনানি করেন। তিনি বলেন, তারা ঋণ নিয়েছিলেন, সেই ঋণ পরিশোধ করেছেন। এখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। তাই আমি তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করছি। গোলাম কবীরেরও জামিন প্রার্থনা করেন তিনি। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, বুধবার রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল ওই দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আলী আকবর খান রতনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করান। সাভার উপজেলাধীন আশুলিয়া, মনসন্তোষ ও তৈয়বপুর মৌজায় কোনো জমি আলী আকবর খান রতনের নামে না থাকা সত্বেও ১০৫ বিঘা জমি মর্টগেজ প্রদানসহ ভুয়া কাগজপত্র দিয়ে গুলশান করপোরেট শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ নেন। ঋণের টাকা আমদানি-রপ্তানি ব্যবসার উদ্দেশ্যে গ্রহণ করা হলেও তা না করে জমি কেনার জন্য ব্যবহার করেন।

ওই ঘটনায় ২৫ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক এ দুই আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

৪৫ কোটি টাকা আত্মসাত: দুই ব্যবসায়ী কারাগারে !

আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে নেওয়া প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এরা হলেন- রতন ট্রেডার্সের মালিক আলী আকবর খান রতন ও জিও ট্রেডিং সার্ভে করপোরেশনের এমডি ইঞ্জিনিয়ার গোলাম কবীর।

গতকাল বুধবার বিকেলে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক আসামিদের আদালতে হাজির করেন। আসামি গোলাম কবীরকে কারাগারে আটক রাখার এবং অপর আসামি আলী আকবর খান রতনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামি আলী আকবর খান রতনের পক্ষে সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিলপূর্বক জামিনের শুনানি করেন। তিনি বলেন, তারা ঋণ নিয়েছিলেন, সেই ঋণ পরিশোধ করেছেন। এখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। তাই আমি তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করছি। গোলাম কবীরেরও জামিন প্রার্থনা করেন তিনি। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, বুধবার রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল ওই দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আলী আকবর খান রতনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করান। সাভার উপজেলাধীন আশুলিয়া, মনসন্তোষ ও তৈয়বপুর মৌজায় কোনো জমি আলী আকবর খান রতনের নামে না থাকা সত্বেও ১০৫ বিঘা জমি মর্টগেজ প্রদানসহ ভুয়া কাগজপত্র দিয়ে গুলশান করপোরেট শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ নেন। ঋণের টাকা আমদানি-রপ্তানি ব্যবসার উদ্দেশ্যে গ্রহণ করা হলেও তা না করে জমি কেনার জন্য ব্যবহার করেন।

ওই ঘটনায় ২৫ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক এ দুই আসামিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।