বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ছাত্রলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনের ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানালে ছাত্রীকে সহপাঠীদের সামনে পেটান ছাত্রলীগ এ নেতা সাদ্দাম। এসময় উপর্যুপরি চড়থাপ্পর ও কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে।

পরে দুপুর ২টার দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনের এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।

ওই ছাত্রীর স্বজনরা জানান,  বিএনসিসির সদস্য ওই ছাত্রী ঘটনার সময় সংগঠনের পোশাক পরে প্যারেডে অংশ নিয়েছিলেন। এ সময় সাদ্দাম কুরুচিপূর্ণ নানা মন্তব্য করে তাকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ছাত্রীটি উঠে এসে প্রতিবাদ করে। এ সময় সাদ্দাম তাকে প্রথমে চড়থাপ্পর ও পরে বেধড়ক মারধর করে। এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পর পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবহিত করি। এরপর ওই বখাটেকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর জানার পর পুলিশ  কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাদ্দামকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানার এসআই আলী জাহান বলেন, ওই ছাত্রীকে বিএনসিসির পোশাক পরা অবস্থা দেখলেই সাদ্দাম তাকে ‘মাইট্যা পুলিশ’ বলে উত্ত্যক্ত করতো। আজ মেয়েটি প্রতিবাদ করায় সে তাকে মারধর করেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ সাদি বলেন, সাদ্দাম এর আগেও একাধিকার কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। এসব নিয়ে সালিশ বৈঠকও হয়েছে।

এ ব্যাপরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক একরামুল হক জানান, সাদ্দামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

আপডেট সময় : ১১:০৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ছাত্রলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনের ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানালে ছাত্রীকে সহপাঠীদের সামনে পেটান ছাত্রলীগ এ নেতা সাদ্দাম। এসময় উপর্যুপরি চড়থাপ্পর ও কিলঘুষিতে ওই ছাত্রীর চশমা ভেঙে ফেলেন সাদ্দাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে।

পরে দুপুর ২টার দিকে কলেজের বিএনসিসি অফিসের সামনের এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে।

ওই ছাত্রীর স্বজনরা জানান,  বিএনসিসির সদস্য ওই ছাত্রী ঘটনার সময় সংগঠনের পোশাক পরে প্যারেডে অংশ নিয়েছিলেন। এ সময় সাদ্দাম কুরুচিপূর্ণ নানা মন্তব্য করে তাকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ছাত্রীটি উঠে এসে প্রতিবাদ করে। এ সময় সাদ্দাম তাকে প্রথমে চড়থাপ্পর ও পরে বেধড়ক মারধর করে। এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে সাদ্দামকে আটকের আশ্বাস দেয়। পরে বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানার পর পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবহিত করি। এরপর ওই বখাটেকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর জানার পর পুলিশ  কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাদ্দামকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানার এসআই আলী জাহান বলেন, ওই ছাত্রীকে বিএনসিসির পোশাক পরা অবস্থা দেখলেই সাদ্দাম তাকে ‘মাইট্যা পুলিশ’ বলে উত্ত্যক্ত করতো। আজ মেয়েটি প্রতিবাদ করায় সে তাকে মারধর করেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ সাদি বলেন, সাদ্দাম এর আগেও একাধিকার কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে। এসব নিয়ে সালিশ বৈঠকও হয়েছে।

এ ব্যাপরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক একরামুল হক জানান, সাদ্দামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।