সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র ফরিদুল ইসলাম (২২) ও ঝাঐল ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শিপন (২২) নামে দুই ছাত্র নিহতের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা ও রাতে কামারখন্দ থানায় মামলা দু’টি দায়ের করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কলেজছাত্র ফরিদুলের বাবা দানেজ আলী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপরদিকে, রাত সাড়ে ১১টার দিকে নিহত শিপনের মা শেফালী বেগম বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এসব মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মামলার ভয়ে অনেকেই হাট বাজারের দোকানপাট বন্ধ করে উভয় গ্রামের বেশির ভাগই বাড়ীঘর রাস্তাঘাট পুরুষ শূণ্য হয়ে পড়েছে। আবার অনেকেই বাড়ীঘর ছেড়ে সাময়িক দূরে অবস্থান করছেন। এতে করে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সরকারদলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বুধবার (২৮ জুন) উপজেলার বাগবাড়ী ও পাইকোশা গ্রামে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হন। ওইদিন সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বিভাগের ছাত্র ফরিদুল ইসলাম (২২) রাস্তায় মারা যান এবং ঝাঐল ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও শহিদুল বুলবুল কারিগড়ি কলেজের কৃষি বিভাগের অষ্টম সেমিষ্টারের ছাত্র শিপন (২২) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে শিপনের মৃত্যু হয়।

































