নিউজ ডেস্ক:
মাছটির সারা শরীরে রঙধনু খেলে গেছে যেন! কমলা, গোলাপি, হলুদ, সবুজ….কোন রঙই যেন বাদ নেই। কিন্তু জানেন কি? এই মাছটির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কটা কতটা ‘গভীর’!
নতুন এই মাছটি কোরাল-রিফ (প্রবাল প্রাচীর) প্রজাতির।
হনলুলুর ১২০০ মাইল উত্তর-পশ্চিম সমুদ্রের ৩০০ ফিট গভীরে প্রথমবার এই মাছগুলির খোঁজ মেলে। মূলত হাওয়াইয়ের সংরক্ষিত সামুদ্রিক এলাকায় এই মাছগুলির বাস।২০১৬ ন্যাশনাল ওসিয়ানিক এগজিবিশনের সময় মাছটির নামকরণ করা হয় প্রেসিডেন্ট বারাক ওবামার নামে। নাম দেওয়া হয়, “টোসানয়েডস ওবামা” (Tosanoides Obama)।
তবে মার্কিন প্রেসিডেন্টের নামে বিরল প্রজাতির প্রাণীর নামকরণের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে একটি ট্রাপডোর মাকড়সা, একটি দাগযুক্ত ডার্টার (জলের পাখি), এটি বিলুপ্তপ্রায় টিকটিকি ও একটি পরজীবীর নামকরণ করা হয়।