শিরোনাম :

৭৫ বছর ধরে না খেয়েও কিভাবে বেঁচে আছেন এ সন্ন্যাসী!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একবেলা না খেয়ে থাকলেই সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ৮৩ বছরের সন্ন্যাসী প্রহ্লাদ জানি দীর্ঘ ৭৫ বছর খাবার ও জল কিছুই স্পর্শ করেননি। মাত্র ৭ বছর বয়স থেকে অম্বাজি মন্দিরের এক গুহায় বাস করছেন তিনি। কিন্তু এতদিন না খেয়েও কিভাবে বেঁচে আছেন তিনি তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন।

আধ্যাত্মিক রহস্য সমাধান করতেই অত ছোট বয়সে ঘর ছেড়েছিলেন বলে জানান প্রহ্লাদ জানি। তিনি নিজেকে তিন হিন্দু দেবীর আশীর্বাদপ্রাপ্ত বলে দাবি করেন। রাস্তার পর রাস্তা হেঁটে গেলেও কোনদিন শরীরে ঘাম হয় না। ঘুমও পায় না তাঁর। ১২ ঘন্টা পর্যন্ত টানা ধ্যান করতে পারেন প্রহ্লাদ জানি। কিন্তু কোথা থেকে আসে এত শক্তি? জানি মনে করেন যোগসাধনা এবং ঈশ্বরের আশীর্বাদেই তিনি এই ক্ষমতার অধিকারী।

চিকিৎসকদের মতে কোনও মানুষ এক সপ্তাহের বেশি খাওয়া দাওয়া না করলে তার জীবনাশঙ্কা হতে পারে। কিন্তু জানি ৭৫ বছর খাবার খাননি। আহমেদাবাদের একটি হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। ক্যামেরার মাধ্যমে দেখা যায় তানা ১৫ দিন খাবার বা জল কিছুই ছোঁননি প্রহ্লাদ জানি। এমনকি মলমূত্র ত্যাগ করতেও যাননি। এসব দেখে অবাক চিকিৎসকরাও।

তার মস্তিষ্ক পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন যে ৮৩ বছর বয়স হলেও প্রহ্লাদ জানির মস্তিষ্কের বয়স মাতর ২৫ বছর।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

৭৫ বছর ধরে না খেয়েও কিভাবে বেঁচে আছেন এ সন্ন্যাসী!

আপডেট সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

একবেলা না খেয়ে থাকলেই সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ৮৩ বছরের সন্ন্যাসী প্রহ্লাদ জানি দীর্ঘ ৭৫ বছর খাবার ও জল কিছুই স্পর্শ করেননি। মাত্র ৭ বছর বয়স থেকে অম্বাজি মন্দিরের এক গুহায় বাস করছেন তিনি। কিন্তু এতদিন না খেয়েও কিভাবে বেঁচে আছেন তিনি তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন।

আধ্যাত্মিক রহস্য সমাধান করতেই অত ছোট বয়সে ঘর ছেড়েছিলেন বলে জানান প্রহ্লাদ জানি। তিনি নিজেকে তিন হিন্দু দেবীর আশীর্বাদপ্রাপ্ত বলে দাবি করেন। রাস্তার পর রাস্তা হেঁটে গেলেও কোনদিন শরীরে ঘাম হয় না। ঘুমও পায় না তাঁর। ১২ ঘন্টা পর্যন্ত টানা ধ্যান করতে পারেন প্রহ্লাদ জানি। কিন্তু কোথা থেকে আসে এত শক্তি? জানি মনে করেন যোগসাধনা এবং ঈশ্বরের আশীর্বাদেই তিনি এই ক্ষমতার অধিকারী।

চিকিৎসকদের মতে কোনও মানুষ এক সপ্তাহের বেশি খাওয়া দাওয়া না করলে তার জীবনাশঙ্কা হতে পারে। কিন্তু জানি ৭৫ বছর খাবার খাননি। আহমেদাবাদের একটি হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। ক্যামেরার মাধ্যমে দেখা যায় তানা ১৫ দিন খাবার বা জল কিছুই ছোঁননি প্রহ্লাদ জানি। এমনকি মলমূত্র ত্যাগ করতেও যাননি। এসব দেখে অবাক চিকিৎসকরাও।

তার মস্তিষ্ক পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন যে ৮৩ বছর বয়স হলেও প্রহ্লাদ জানির মস্তিষ্কের বয়স মাতর ২৫ বছর।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর