উত্তর কোরিয়ায় নিউক্লিয়ার বোমা পরীক্ষার স্থানে চলছে ভলিবল খেলা!

  • আপডেট সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে আমেরিকার একমাত্র আতঙ্কের নাম উত্তর কোরিয়ার নিউক্লিয়ার বম্ব। এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা আর প্রচারণা। আর তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার একটি বাণিজ্যিক স্যাটেলাইটের সংগৃহিত ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়ার যে স্থানে নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষার কথা রয়েছে, সেখানে চলছে ভলিবল খেলা।

ওয়াশিংটনে অবস্থিত নর্থ কোরিয়া মনিটরিং প্রজেক্ট একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারই একটি অংশ নর্থ ৩৮। এতে কর্মরত জো বার্মুডেজ বলেন, নিউক্লিয়ার ফ্যাসিলিটির তিনটি স্থানের দিকে দৃষ্টি রাখছি আমরা। সাপোর্ট এরিয়ায় অবস্থিত মূল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, গার্ড ব্যারাক এবং কমান্ড সেন্টারের দিকে মনোযোগ আমাদের। এই স্থানগুলোতে ভলিবল গেম চলছে। স্যাটেলাইটের ছবিতে এমনটাই দেখা যায়।

পাশাপাশি বার্মুডেজ আরও বলেন, আপাতত নিউক্লিয়ার পরীক্ষা স্থগিত রাখা হতে পারে। অথবা যারা নজরদারি করছে তাদের ধোঁকা দিতেই এমনটা করা হচ্ছে। উত্তর কোরিয়া জানে যে তারা নিরবচ্ছিন্ন নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইলের ধারাবাহিক পরীক্ষা চালায়। গত বছর দুটো পরীক্ষার পর এবার ষষ্ঠবারের মতো নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। এদিকে দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও নর্থ ৩৮ এর বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর ১০৫তম জন্মদিন উপলক্ষে যেকোনো দিন নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালাবে দেশটি।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ায় নিউক্লিয়ার বোমা পরীক্ষার স্থানে চলছে ভলিবল খেলা!

আপডেট সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে আমেরিকার একমাত্র আতঙ্কের নাম উত্তর কোরিয়ার নিউক্লিয়ার বম্ব। এ নিয়ে চলছে ব্যাপক গবেষণা আর প্রচারণা। আর তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার একটি বাণিজ্যিক স্যাটেলাইটের সংগৃহিত ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়ার যে স্থানে নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষার কথা রয়েছে, সেখানে চলছে ভলিবল খেলা।

ওয়াশিংটনে অবস্থিত নর্থ কোরিয়া মনিটরিং প্রজেক্ট একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারই একটি অংশ নর্থ ৩৮। এতে কর্মরত জো বার্মুডেজ বলেন, নিউক্লিয়ার ফ্যাসিলিটির তিনটি স্থানের দিকে দৃষ্টি রাখছি আমরা। সাপোর্ট এরিয়ায় অবস্থিত মূল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, গার্ড ব্যারাক এবং কমান্ড সেন্টারের দিকে মনোযোগ আমাদের। এই স্থানগুলোতে ভলিবল গেম চলছে। স্যাটেলাইটের ছবিতে এমনটাই দেখা যায়।

পাশাপাশি বার্মুডেজ আরও বলেন, আপাতত নিউক্লিয়ার পরীক্ষা স্থগিত রাখা হতে পারে। অথবা যারা নজরদারি করছে তাদের ধোঁকা দিতেই এমনটা করা হচ্ছে। উত্তর কোরিয়া জানে যে তারা নিরবচ্ছিন্ন নজরদারিতে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইলের ধারাবাহিক পরীক্ষা চালায়। গত বছর দুটো পরীক্ষার পর এবার ষষ্ঠবারের মতো নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। এদিকে দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও নর্থ ৩৮ এর বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর ১০৫তম জন্মদিন উপলক্ষে যেকোনো দিন নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালাবে দেশটি।

সূত্র: রয়টার্স