উত্তর কোরিয়া ইস্যু: জাতিসংঘে মার্কিন প্রস্তাবে রাশিয়ার ভেটো !

  • আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনায়  করে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ভোটে ক্ষমতা প্রয়োগ করে সেই প্রস্তাব আটকে দিয়েছে। তবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র চীন নিন্দা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে।

প্রস্তাবে বলা হয়, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিদ্যমান নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। এ কার্যক্রম সংশ্লিষ্ট অঞ্চলসহ পুরো বিশ্বে উত্তেজনা ছড়াচ্ছে। তাই দেশটিকে অবিলম্বে এসব পরীক্ষা বন্ধ করতে হবে। গত মাসে এ ইস্যুতে নিন্দা প্রস্তাব গ্রহণের বিষয়ে একমত হয় পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্য দেশ।

বুধবার প্রস্তাবটি পরিষদের বৈঠকে তোলা হলে চীন সমর্থন দেয়। কিন্তু রাশিয়ার কূটনীতিক প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিলে তা আটকে যায়। দেশটির দাবি, শুধু নিন্দা প্রস্তাব নয় বরং আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের বিষয়টিও প্রস্তাবে যুক্ত করা হোক।

সূত্র: সিএনএন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়া ইস্যু: জাতিসংঘে মার্কিন প্রস্তাবে রাশিয়ার ভেটো !

আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনায়  করে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ভোটে ক্ষমতা প্রয়োগ করে সেই প্রস্তাব আটকে দিয়েছে। তবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র চীন নিন্দা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে।

প্রস্তাবে বলা হয়, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিদ্যমান নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। এ কার্যক্রম সংশ্লিষ্ট অঞ্চলসহ পুরো বিশ্বে উত্তেজনা ছড়াচ্ছে। তাই দেশটিকে অবিলম্বে এসব পরীক্ষা বন্ধ করতে হবে। গত মাসে এ ইস্যুতে নিন্দা প্রস্তাব গ্রহণের বিষয়ে একমত হয় পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্য দেশ।

বুধবার প্রস্তাবটি পরিষদের বৈঠকে তোলা হলে চীন সমর্থন দেয়। কিন্তু রাশিয়ার কূটনীতিক প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিলে তা আটকে যায়। দেশটির দাবি, শুধু নিন্দা প্রস্তাব নয় বরং আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের বিষয়টিও প্রস্তাবে যুক্ত করা হোক।

সূত্র: সিএনএন