নিউজ ডেস্ক:
ভারতে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কলকাতা এবং দমদম স্টেশনের মাঝে গত বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ‘অকাল তখত এক্সপ্রেস’ নামের ওই ট্রেন।
জানা গেছে, এদিন সকালে কলকাতা থেকে অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেস কলকাতা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় ট্রেনের কামরাগুলি। ট্রেনের গতি কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিল দূরপাল্লার এই ট্রেনটি। এরপর ত্রুটি সারিয়ে ফের রওনা হয় অকাল তখত এক্সপ্রেস।
বড় কোনও দুর্ঘটনা ঘটলে কাজের দিনে ব্যাঘাত ঘটত শিয়ালদহ মেইন লাইনের রেল পরিষেবায়। সেই সব কিছু হয়নি। শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: কোলকাতা টোয়েন্টিফোর