নিউজ ডেস্ক:
খরা ও দ্বন্দ্বের কারণে আফ্রিকার চারটি দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশ চারটি হচ্ছে নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা এ বিষয়ে সতর্ক করে বলেছে, দেশ চারটিতে বড় ধরনের দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। আর অতি খরা ও দ্বন্দ্বের জেরে এ শঙ্কা দ্রুতই বাস্তব রূপ নিচ্ছে বলে সতর্ক করেেছে। তারা সম্ভাব্য এ ঝুঁকি মোকাবিলায় প্রায় ৪০০ কোটি ডলার সাহায্যের আবেদন জানিয়েছে।
মঙ্গলবার ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি (ইউএনএইচসিআর) জানায়, প্রায় ২ কোটি মানুষ খরা প্রবণ অঞ্চলে বসবাস করছেন। যেখানে চাষাবাদ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেখানে অপুষ্টি ও খাদ্যাভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের অবস্থা খুবই নাজুক।
সূত্র: আল জাজিরা