শিরোনাম :
Logo ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প Logo গ্যাসের সিলিন্ডারে ৫০ হাজার পিস ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ী আটক Logo পঞ্চগড়ের বোদায় ‘নিরাময় ক্লিনিকে’ওয়ার্ড বয়ের অপারেশন, শোচনীয় অবস্থায় রোগী Logo ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক Logo বাংলাদেশে কোনো স্থান নেই সন্ত্রাসবাদের : মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা Logo সাংবাদিক সাইফুল সুমনের মায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন Logo কচুয়ার বিতারা বাজারে নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী Logo কয়রায় সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন Logo রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি Logo বিমান বিধ্বস্তে মারা যাওয়া আট অজ্ঞাতনামা মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি

দেশ বিক্রির অভিযোগ হাস্যকর : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। সেই দলের বিরুদ্ধে যদি দেশ বিক্রির অভিযোগ করা হয়, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর সরকার উদযাপন কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। তিনি হতাশ হয়ে এই কথাগুলো বলছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সমঝোতা চুক্তি করেছেন। এসব চুক্তি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই করা হয়েছে। আমরা কোনোভাবেই দেশকে বিক্রি করিনি। খালেদা জিয়াকে সঠিক পথে রাজনীতি করার আহ্বান জানিয়ে দায়িত্বহীন কথাবার্তা না বলারও অনুরোধ করেন তিনি।

মুজিবনগর সরকার দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের কথা স্বর্ণাক্ষরেও লেখা থাকবে। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। তৎকালীন সময়ে মুজিবনগর সরকার গঠন ও শপথগ্রহণে ভারতের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে। আমরা ১৭ এপ্রিল আবারো নুতন করে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র ও চক্রান্তকে নসাৎ করার প্রত্যয়ে শপথ নেব।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা।

এর আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মুজিবনগর সরকার দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

দেশ বিক্রির অভিযোগ হাস্যকর : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। সেই দলের বিরুদ্ধে যদি দেশ বিক্রির অভিযোগ করা হয়, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর সরকার উদযাপন কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। তিনি হতাশ হয়ে এই কথাগুলো বলছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সমঝোতা চুক্তি করেছেন। এসব চুক্তি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই করা হয়েছে। আমরা কোনোভাবেই দেশকে বিক্রি করিনি। খালেদা জিয়াকে সঠিক পথে রাজনীতি করার আহ্বান জানিয়ে দায়িত্বহীন কথাবার্তা না বলারও অনুরোধ করেন তিনি।

মুজিবনগর সরকার দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের কথা স্বর্ণাক্ষরেও লেখা থাকবে। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। তৎকালীন সময়ে মুজিবনগর সরকার গঠন ও শপথগ্রহণে ভারতের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে। আমরা ১৭ এপ্রিল আবারো নুতন করে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র ও চক্রান্তকে নসাৎ করার প্রত্যয়ে শপথ নেব।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা।

এর আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মুজিবনগর সরকার দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।