বহু প্রতীক্ষার পর অবশেষে আজ কায়রোতে উদ্বোধন হতে যাচ্ছে ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’। বিলিয়ন ডলারের এই জাদুঘরটি ফারাও যুগের ঐশ্বর্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে, যা মিশরের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে।
কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে ৩৯ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৭৯ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানি, জাপান, সৌদি আরব, বেলজিয়াম, স্পেন ও ডেনমার্ক প্রতিনিধি পাঠাবে।
উদ্বোধন উপলক্ষে জাদুঘরের বিশাল সম্মুখভাগ এবং পিরামিডে আলোকসজ্জা করা হয়েছে। জাদুঘরটি জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে এবং প্রায় ৫ লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত।
মিশরীয় কর্মকর্তাদের মতে, জাদুঘরে ১ লাখেরও বেশি প্রত্নসামগ্রী রয়েছে। এর অন্তত অর্ধেকক প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে এটি একক সভ্যতার উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম সংগ্রহশালায়ন পরিণত হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে জাদুঘরটি নির্মানকালে রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক সংঘাত এবং কোভিড-১৯ মহামারিসহ একাধিক বাধার সম্মুখীন হয়েছে। অবশেষে আজ এটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে।





































