নিউজ ডেস্ক:
লিওনেল মেসির ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের সেক্রেটারি হোর্হে মিয়াদসকি। তিনি বলেছেন, ফিফার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করবো। ইতিহাস থেকে মনে করছি, শাস্তি কমতে পারে।
বিশ্বকাপ বাছাই পর্ব ফুটবলে মোট চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। তাকে ছাড়া খেলতে নেমে গতকাল রবিবার বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ওই খেলা শুরু হওয়ার কয়েকঘণ্টা বাকি থাকতেই মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
হোর্হে মিয়াদসকি বলেন, খেলা শুরুর ঘণ্টাখানেক আগে যেভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত ও ভীষণ ক্ষুব্ধ। নিষিদ্ধ হওয়ায় সামনে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষেও বসেই কাটাতে হবে বিশ্বসেরা এই ফুটবলারকে। বলিভিয়ার আগের ম্যাচে মেসির গোলেই চিলির বিরুদ্ধে জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিওসন সিলভারকে বাজে ভাষায় গালি দেন মেসি।
ভিডিও ফুটেজ দেখে ফিফা নিশ্চিত হয়েছে মেসি সত্যিই এই কাণ্ড ঘটিয়েছেন। তাই শাস্তি হিসেবে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।