সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ইবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রবিবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে জমায়েত হন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা —:“জিয়ার সঙ্গী, এক হও লড়াই করো”; “নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার”; “বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”; “খুনি কেনো বাহিরে, ফাঁসি চাই খুনিদের”; “ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না” ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গতকাল সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ টিউশনি করাতে যাওয়ার পথে নৃশংসভাবে খুন হন। পুলিশ ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে— এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে সিসিটিভি ফুটেজে দেখা অন্য দুই খুনিকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পার হলেও এখনো কোনো খুনি ধরা পড়েনি। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”
প্রসঙ্গত, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন। এ ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ণ, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ইবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রবিবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে জমায়েত হন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা —:“জিয়ার সঙ্গী, এক হও লড়াই করো”; “নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার”; “বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”; “খুনি কেনো বাহিরে, ফাঁসি চাই খুনিদের”; “ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না” ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গতকাল সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ টিউশনি করাতে যাওয়ার পথে নৃশংসভাবে খুন হন। পুলিশ ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে— এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে সিসিটিভি ফুটেজে দেখা অন্য দুই খুনিকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পার হলেও এখনো কোনো খুনি ধরা পড়েনি। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”
প্রসঙ্গত, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন। এ ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।