শিরোনাম :
Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত বলে ধরে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে নিয়ে যাওয়া এক শিশু কবর খোঁড়ার আগে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও আবেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন।

কবর খোদক শাহজাহান বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি জীবিত।”

ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির ওজন মাত্র ৮ কেজি। তারা শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে।

এই মর্মান্তিক ঘটনাটি চাঁদপুরবাসীর মনে প্রশ্ন তুলেছে; কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে কবরস্থ করতে আনা হলো এবং কে বা কারা এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। এর সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত বলে ধরে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে নিয়ে যাওয়া এক শিশু কবর খোঁড়ার আগে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও আবেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন।

কবর খোদক শাহজাহান বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি জীবিত।”

ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির ওজন মাত্র ৮ কেজি। তারা শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে।

এই মর্মান্তিক ঘটনাটি চাঁদপুরবাসীর মনে প্রশ্ন তুলেছে; কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে কবরস্থ করতে আনা হলো এবং কে বা কারা এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। এর সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।