চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত বলে ধরে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে নিয়ে যাওয়া এক শিশু কবর খোঁড়ার আগে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও আবেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন।
কবর খোদক শাহজাহান বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি জীবিত।”
ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির ওজন মাত্র ৮ কেজি। তারা শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়রা জানান, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে।
এই মর্মান্তিক ঘটনাটি চাঁদপুরবাসীর মনে প্রশ্ন তুলেছে; কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে কবরস্থ করতে আনা হলো এবং কে বা কারা এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। এর সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।