নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা বাজার এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এলজিইডির মালিকানাধীন জায়গায় মৃত সাবান মোল্লার ওয়ারিশরা জোরপূর্বক পাঁচতলা ভবন নির্মাণ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকশা বাজারের পুরাতন সেতুটি ভেঙে যাওয়ায় নতুন করে একটি সেতু নির্মাণের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। সেতুর কাজ চলাকালীন সময়েই মৃত সাবান মোল্লার ওয়ারিশগণ জমির একটি অংশ নিজেদের দাবি করে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে দীর্ঘদিন ভ‚মি জটিলতায় কাজ বন্ধ থাকায় এলজিইডি বাধ্য হয়ে প্রক্রিয়ার মাধ্যমে সাবান মোল্লার উত্তরাধিকারীদের কাছ থেকে ০.০১৮৬ শতক জমি পৌণে পনের লাখ টাকায় ক্রয় করে।
কিন্তু সেই জমির ওপর এবং সংযোগ সড়কের একাংশ জুড়ে মৃত সাবানের ছেলে হাফিজুল ইসলামসহ অন্যান্য ওয়ারিশরা কোনো কাগজপত্র ছাড়াই জোরপূর্বক বহুতল ভবন নির্মাণ শুরু করে। স্থানীয়রা বিষয়টি নিয়ে গত মাসে জেলা প্রশাসক, এলজিইডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেন।
কামারখন্দ উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার সুমাইয়া শারমিন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে আমরা ছুটির দিনেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। নির্মাণাধীন ভবনের একাংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।উপজেলা প্রকৌশলী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইসরাত জাহান বলেন, সরকারি জায়গা বেদখলের সুযোগ নেই। আমরা অভিযোগ পাওয়ার পরই সার্ভেয়ার ও অন্যান্য কর্মকর্তাদের পাঠিয়ে সরেজমিন তদন্ত করেছি। নির্মাণ কাজ বন্ধ রাখতে ভবন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি জায়গা দখলের মাধ্যমে গড়ে ওঠা বহুতল ভবন এলাকার যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা দ্রæত অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।