নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে চলমান জঙ্গি বিরোধী অভিযানের চতুর্থ দিনে প্যারা-কমান্ডো ও সোয়াট সদস্যদের তৎপরতা বেড়েছে কয়েকগুণ। সোমবার সকাল থেকেই ঘটনাস্থল থেকে গুলি-বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে।
রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফের বিস্ফোরণ আর থেমে থেমে গুলির শব্দে প্রকম্পিত হচ্ছে সিলেটের শিববাড়ি এলাকা। সকালের দিকে গুলি বিস্ফোরণের তীব্রতা আরও বেড়ে যায়।
আতিয়া মহলের আশপাশের বাসিন্দাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গণমাধ্যমকে জানান, রবিবার রাতে থেমে থেমে গুলি চলেছে। সকালে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙেছে।
এদিকে অভিযানকে কেন্দ্র করে আগের দিনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল আছে শিববাড়ি এলাকাকে ঘিরে তিন বর্গ কিলোমিটার এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসুক জনতার কাউকে ঘটনাস্থলের দিকে যেতে দিচ্ছে না।







































