মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টার মাথায় ইউক্রেনে রাশিয়া তাদের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেন রাজধানী কিয়েভে এএফপির সংবাদকর্মীরা রাতভর ড্রোনের গুঞ্জন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনায় যুদ্ধ অবসানের কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়া তাদের যুদ্ধ লক্ষ্য অর্জনে অটল থাকবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দুই প্রেসিডেন্টের ফোনালাপের খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে বিমান হামলার সতর্কতা বাজতে থাকে।

তিনি বলেন, ‘রাশিয়া আবারও দেখিয়ে দিল যে তারা যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে চায় না। এটি পরিষ্কারভাবে প্রমাণ করে, প্রকৃত ও বৃহৎ পরিসরের আন্তর্জাতিক চাপ ছাড়া রাশিয়া তাদের নির্বোধ ও ধ্বংসাত্মক আচরণ পরিবর্তন করবে না।’

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় ৫৩৯টি বিভিন্ন ধরনের ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগ্নাট শুক্রবার জানান, রাশিয়া ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময়কালে গতরাতে সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘এটি ছিল একক আক্রমণে শত্রুর ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সংখ্যা।’ তার ভাষ্য অনুযায়ী, রাশিয়া এ হামলায় মোট ৫৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা এই যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার রাতভর হামলা বেড়ে গেছে। এএফপির হিসাব অনুযায়ী, জুন মাসেই রাশিয়া ইউক্রেনের দিকে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যখন কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি থমকে গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা বলেন, ‘পুতিন স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রসহ যুদ্ধ বন্ধের আহ্বান জানানো সব পক্ষকে অবজ্ঞা করছেন।’

কিয়েভে বাসিন্দারা রাতভর মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন বলে এএফপি জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের সামরিক সহায়তার পরিমাণ কমিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লায়েন এই ঘোষণাকে ‘সতর্ক সংকেত’ বলে অভিহিত করেছেন এবং ইউরোপকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প-পুতিন ফোনালাপ নিয়ে এবার ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ব্যতিক্রমী রকমের হতাশাব্যঞ্জক। জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর এটি ছিল তাদের মধ্যে ষষ্ঠ ফোনালাপ। এর আগের বেশিরভাগ আলোচনার পর ট্রাম্প আশা জাগানিয়া বক্তব্য দিয়েছিলেন। তবে এখন তিনি ক্রমশ পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করছেন।

এদিকে, ইউক্রেনও রাশিয়ায় ড্রোন হামলা জোরদার করেছে। একটি ইউক্রেনীয় ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিধ্বস্ত হলে একজন নারী নিহত হন বলে জানিয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা

আপডেট সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টার মাথায় ইউক্রেনে রাশিয়া তাদের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেন রাজধানী কিয়েভে এএফপির সংবাদকর্মীরা রাতভর ড্রোনের গুঞ্জন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনায় যুদ্ধ অবসানের কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়া তাদের যুদ্ধ লক্ষ্য অর্জনে অটল থাকবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দুই প্রেসিডেন্টের ফোনালাপের খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে বিমান হামলার সতর্কতা বাজতে থাকে।

তিনি বলেন, ‘রাশিয়া আবারও দেখিয়ে দিল যে তারা যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে চায় না। এটি পরিষ্কারভাবে প্রমাণ করে, প্রকৃত ও বৃহৎ পরিসরের আন্তর্জাতিক চাপ ছাড়া রাশিয়া তাদের নির্বোধ ও ধ্বংসাত্মক আচরণ পরিবর্তন করবে না।’

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় ৫৩৯টি বিভিন্ন ধরনের ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগ্নাট শুক্রবার জানান, রাশিয়া ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময়কালে গতরাতে সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘এটি ছিল একক আক্রমণে শত্রুর ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সংখ্যা।’ তার ভাষ্য অনুযায়ী, রাশিয়া এ হামলায় মোট ৫৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা এই যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার রাতভর হামলা বেড়ে গেছে। এএফপির হিসাব অনুযায়ী, জুন মাসেই রাশিয়া ইউক্রেনের দিকে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যখন কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি থমকে গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা বলেন, ‘পুতিন স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রসহ যুদ্ধ বন্ধের আহ্বান জানানো সব পক্ষকে অবজ্ঞা করছেন।’

কিয়েভে বাসিন্দারা রাতভর মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন বলে এএফপি জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের সামরিক সহায়তার পরিমাণ কমিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লায়েন এই ঘোষণাকে ‘সতর্ক সংকেত’ বলে অভিহিত করেছেন এবং ইউরোপকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প-পুতিন ফোনালাপ নিয়ে এবার ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ব্যতিক্রমী রকমের হতাশাব্যঞ্জক। জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর এটি ছিল তাদের মধ্যে ষষ্ঠ ফোনালাপ। এর আগের বেশিরভাগ আলোচনার পর ট্রাম্প আশা জাগানিয়া বক্তব্য দিয়েছিলেন। তবে এখন তিনি ক্রমশ পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করছেন।

এদিকে, ইউক্রেনও রাশিয়ায় ড্রোন হামলা জোরদার করেছে। একটি ইউক্রেনীয় ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিধ্বস্ত হলে একজন নারী নিহত হন বলে জানিয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর।