নিউজ ডেস্ক:
বিড়াল অতি পরিচিত একটি প্রাণী। মিথলজিতে বিড়ালের একটা শক্ত অবস্থান রয়েছে। প্রাচীনকালে মিশরীয়ানরা বিড়ালের পূজা করতেন। দেবতা বা দেবতার প্রতিনিধি মনে করা হতো বিড়ালকে। তাদের ধারণা ছিল, বিড়ালের নয়টি প্রাণ রয়েছে। সেলটিক লোকগাথাতেও বিড়াল দেবতা ছিল। তাদের ধারণা, বিড়াল অন্য এক দুনিয়ায় প্রবেশ দ্বারের প্রহরায় নিয়োজিত প্রাণী। নর্স কিংবদন্তিতেও প্রেম, সৌন্দর্য আর উর্বরতার দেবী ফ্রিয়াকে আঁকানোর সময় দুটো বিশাল আকৃতির বিড়াল জুড়ে দেওয়া হয়েছে।
কিছু কিছু বিড়ালের মধ্যে যেন কোনো অশুভ আত্মার দেখা মিলে। আবার অনেক বিড়ালের মধ্যে যেন খোদ শয়তান দেখা দেয়। কাজেই আপনার পোষা বা আশপাশের অতি আদুরে বিড়ালটি যে আদতে কোনো অশুভ প্রেতাত্মা হতে পারে, সে সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: ইন্টারনেট।