শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম কমার পর বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই—এমন হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, কেউ বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাস ভাড়ার বিষয়ে তিনি জানান, একটি স্থানে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাস মালিককে জরিমানাও করা হয়েছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে বেশি ভাড়া নেওয়া নিয়ে। তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি যাত্রীদের নির্দ্বিধায় অভিযোগ জানানোর আহ্বান জানান, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।

এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল লিটারে ১ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
জ্বালানি তেলের দাম কমার পর বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই—এমন হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, কেউ বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাস ভাড়ার বিষয়ে তিনি জানান, একটি স্থানে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাস মালিককে জরিমানাও করা হয়েছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে বেশি ভাড়া নেওয়া নিয়ে। তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি যাত্রীদের নির্দ্বিধায় অভিযোগ জানানোর আহ্বান জানান, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।

এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল লিটারে ১ টাকা।