নিউজ ডেস্ক:
রাজধানীর আশকোনার হাজি ক্যাম্প সংলগ্ন পুলিশ বক্সের কাছে পুলিশের চেকপোস্টে (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোল চত্বর সড়কে) আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান, বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।