শুক্রবার | ১৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের মাদকবিরোধী ও উন্নয়নমূলক আলোচনা সভা Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি Logo পথিকৃৎ শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষণ করা প্রয়োজন : খুবি উপাচার্য Logo ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা, একযুগ পর ঝিনাইদহ পেল সফল জেলা প্রশাসক একের পর এক ঝিনাইদহ শহর দখলমুক্ত করছেন জেলা প্রশাসক, আমজনতার অভিনন্দন Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার Logo রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ Logo ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সরকারের কাছে এবার নির্দিষ্ট ৬ দাবি পুলিশের

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩৭:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে
পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আমেজে। এবার থাকবে বেশকিছু নতুন বিষয়। অতীতে পালন করা হতো এমন কিছু বিষয় আবার বাদ পড়েছে। সরকারের কাছে পুলিশের দাবি-দাওয়া উপস্থাপনেও আসছে ভিন্নতা। এবার নির্দিষ্ট ছয়টি দাবি জানানো হবে পুলিশের পক্ষ থেকে।

আগামী ২৯ এপ্রিল রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘পুলিশ সপ্তাহ’। অর্ন্তবর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।

বিগত বছরগুলোতে সরকারের কাছে পুলিশ সদস্যরা তাদের একাধিক দাবি-দাওয়া উপস্থাপন করতেন। কিন্তু সরকার পুলিশের সেসব দাবি-দাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। এ কারণে দীর্ঘদিন ধরে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। এবার সেখান থেকে বেরিয়ে পুলিশ সদস্যরা বর্তমান সরকারের কাছে নির্দিষ্ট করে ছয়টি দাবি উত্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যেসব দাবি উত্থাপিত হবে তার মধ্যে যৌক্তিক হলে সবগুলো দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করবে অর্ন্তবর্তী সরকার।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, প্রথমে অন্তর্বর্তী সরকারের কাছে ১২টি দাবি জানানো হয়েছিল। কয়েক দফা বৈঠক শেষে তার মধ্য থেকে ছয়টি দাবি চূড়ান্ত করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পুলিশের পক্ষ থেকে স্বাধীন পুলিশ কমিশন গঠন করে জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা, স্বতন্ত্র সাইবার ইউনিট গঠনসহ ছয়টি দাবি তুলে ধরা হবে।

যে ছয় দফা দাবি
১. স্বাধীন পুলিশ কমিশন গঠন করে জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন।
২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা।
৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।
৪. পুলিশের বিভাগীয় হাসপাতালে জনবল বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহসহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
৫. একই পদে দীর্ঘদিন চাকরি করার পর অবসরকালে সুপারনিউমারারি পদোন্নতি দেওয়া (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত)।
৬. মৃতদেহ দাফন/সৎকারের সুবিধার্থে পুলিশের অনুকূলে আর্থিক বরাদ্দ দেওয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের মাদকবিরোধী ও উন্নয়নমূলক আলোচনা সভা

সরকারের কাছে এবার নির্দিষ্ট ৬ দাবি পুলিশের

আপডেট সময় : ১০:৩৭:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আমেজে। এবার থাকবে বেশকিছু নতুন বিষয়। অতীতে পালন করা হতো এমন কিছু বিষয় আবার বাদ পড়েছে। সরকারের কাছে পুলিশের দাবি-দাওয়া উপস্থাপনেও আসছে ভিন্নতা। এবার নির্দিষ্ট ছয়টি দাবি জানানো হবে পুলিশের পক্ষ থেকে।

আগামী ২৯ এপ্রিল রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘পুলিশ সপ্তাহ’। অর্ন্তবর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক পরিয়ে দেবেন তিনি।

বিগত বছরগুলোতে সরকারের কাছে পুলিশ সদস্যরা তাদের একাধিক দাবি-দাওয়া উপস্থাপন করতেন। কিন্তু সরকার পুলিশের সেসব দাবি-দাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। এ কারণে দীর্ঘদিন ধরে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। এবার সেখান থেকে বেরিয়ে পুলিশ সদস্যরা বর্তমান সরকারের কাছে নির্দিষ্ট করে ছয়টি দাবি উত্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যেসব দাবি উত্থাপিত হবে তার মধ্যে যৌক্তিক হলে সবগুলো দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করবে অর্ন্তবর্তী সরকার।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, প্রথমে অন্তর্বর্তী সরকারের কাছে ১২টি দাবি জানানো হয়েছিল। কয়েক দফা বৈঠক শেষে তার মধ্য থেকে ছয়টি দাবি চূড়ান্ত করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পুলিশের পক্ষ থেকে স্বাধীন পুলিশ কমিশন গঠন করে জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা, স্বতন্ত্র সাইবার ইউনিট গঠনসহ ছয়টি দাবি তুলে ধরা হবে।

যে ছয় দফা দাবি
১. স্বাধীন পুলিশ কমিশন গঠন করে জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন।
২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা।
৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।
৪. পুলিশের বিভাগীয় হাসপাতালে জনবল বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহসহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
৫. একই পদে দীর্ঘদিন চাকরি করার পর অবসরকালে সুপারনিউমারারি পদোন্নতি দেওয়া (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত)।
৬. মৃতদেহ দাফন/সৎকারের সুবিধার্থে পুলিশের অনুকূলে আর্থিক বরাদ্দ দেওয়া।