ইসরায়েলের বসতি স্থাপনকারী সংগঠনগুলো বিভিন্ন প্লাটফর্মে হিব্রু ভাষায় মসজিদ আল আকসা ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে প্রচার করছে বলে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করেছে। খবর আল জাজিরা
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘অধিকৃত জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান এবং মুসলিমদের পবিত্র স্থাপনাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।’
এ বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেরুজালেম স্ট্যাটাস কু (স্থিতাবস্থা) অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে। এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে।
উল্লেখ্য, ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনা মসজিদ আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিজেদের অধীনে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। নিষেধ থাকা সত্ত্বেও সেখানে তারা ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে ইসরায়েলি সরকার থেকে সবধরনের সুরক্ষা পেয়ে থাকে তারা।