শিরোনাম :
Logo নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন Logo নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক Logo সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী যারা Logo আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার Logo প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা Logo যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের Logo ফের গাছ কেটে ভবনের আয়োজন Logo রাবি প্রেসক্লাবের দায়িত্বে মাহিন-মিশন Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

দেশের ভূখণ্ডের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়বে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায়। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই পতাকার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকাস্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মিত হচ্ছে। দিনের ২৪ ঘণ্টায় উড়বে এই পতাকা। পতাকা উড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচুস্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড নেই। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় ফ্লাগ স্ট্যান্ড, গেট ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট, যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি, আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

দেশের ভূখণ্ডের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়

আপডেট সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়বে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায়। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই পতাকার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকাস্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মিত হচ্ছে। দিনের ২৪ ঘণ্টায় উড়বে এই পতাকা। পতাকা উড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচুস্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড নেই। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় ফ্লাগ স্ট্যান্ড, গেট ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট, যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি, আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।