বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তানের জনতা। যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ফাস্ট ফুড চেইন কেএফসির আউটলেটে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরসহ বড় শহরগুলোর অন্তত ১১টি কেএফসি আউটলেটে লাঠি নিয়ে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। হামলার পর থেকে কেএফসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

কেএফসি এবং এর মূল কোম্পানি ইয়ুম ব্র্যান্ডস উভয়ই যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মার্কিন স্বার্থে আঘাত হানার উদ্দেশ্যে এসব আউটলেট লক্ষ্য করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কেএফসির এক কর্মীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করে। ঘটনার সময় কোনো বিক্ষোভ চলছিল না, এবং এ হত্যাকাণ্ডের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শহরের ২৭টি কেএফসি আউটলেটে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুটিতে হামলা এবং পাঁচটিতে হামলার চেষ্টা চালানো হয়।

ইসলামপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যকে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলেও দলটি সরাসরি বিক্ষোভের আয়োজক নয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল কামরান।

টিএলপির মুখপাত্র রেহান মোহসিন জানিয়েছেন, “আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি ঠিকই, কিন্তু কেএফসির বাইরে কোনো বিক্ষোভ বা হামলার ডাক দেওয়া হয়নি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তানের জনতা। যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ফাস্ট ফুড চেইন কেএফসির আউটলেটে হামলা চালায় বিক্ষোভকারীরা। এতে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরসহ বড় শহরগুলোর অন্তত ১১টি কেএফসি আউটলেটে লাঠি নিয়ে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। হামলার পর থেকে কেএফসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

কেএফসি এবং এর মূল কোম্পানি ইয়ুম ব্র্যান্ডস উভয়ই যুক্তরাষ্ট্রভিত্তিক হওয়ায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মার্কিন স্বার্থে আঘাত হানার উদ্দেশ্যে এসব আউটলেট লক্ষ্য করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কেএফসির এক কর্মীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করে। ঘটনার সময় কোনো বিক্ষোভ চলছিল না, এবং এ হত্যাকাণ্ডের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শহরের ২৭টি কেএফসি আউটলেটে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দুটিতে হামলা এবং পাঁচটিতে হামলার চেষ্টা চালানো হয়।

ইসলামপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যকে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হলেও দলটি সরাসরি বিক্ষোভের আয়োজক নয় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফয়সাল কামরান।

টিএলপির মুখপাত্র রেহান মোহসিন জানিয়েছেন, “আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি ঠিকই, কিন্তু কেএফসির বাইরে কোনো বিক্ষোভ বা হামলার ডাক দেওয়া হয়নি।”