ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, তারা একটি নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আখতার হোসেন। তিনি আরও জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই ১ হাজার ৭৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজসহ ২৭ জন। এরই মধ্যে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ এবং তার স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধেও মামলা হয়েছে। বেনজিরের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধেও ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
দুদক মহাপরিচালক বলেন, দেশজুড়ে বড় পরিসরে দুর্নীতির তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ মিলছে, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।























































