শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।