শিরোনাম :
Logo ১৫ বছর পর আজ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক Logo সরকারের সঙ্গে বৈঠকে বসবেন পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল থাকবে রেল ব্লকেড কর্মসূচি Logo রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন Logo নিয়মবহির্ভূত ভাবে গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন গাছ কাটার অভিযোগ Logo খুবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৯৭ জন পরিক্ষার্থী Logo ইবিতে ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলায় নববর্ষ উদযাপন Logo ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি Logo ধর্ষণে অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার Logo ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার Logo বাবার মৃত্যুর পর স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা হিরো আলমের

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৫ বছর পর আজ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।