মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজও অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশি উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে ভবনটির অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে।

উদ্ধারকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং অন্যান্য সংবেদনশীল সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি দলকে আগামীকালও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ১,০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভূমিকম্পে গুরুতর আহত এক শিশুর সফল অস্ত্রোপচারের পাশাপাশি আরও পাঁচটি জটিল অস্ত্রোপচারে অংশ নেয় দলটি।

বাংলাদেশি উদ্ধার ও চিকিৎসা দল আগামীকালও মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে সংঘটিত এই বিধ্বংসী ভূমিকম্পের পর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করছে।