শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৭৮৯ বার পড়া হয়েছে

আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বে প্রতিবছর দিবসটি পালন করা হয়।হেপাটাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ২০০৮ সালের ২৮ জুলাই সর্বপ্রথম বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’ দিনটিকে হেপাটাইটিস দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়।

২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের প্রতিটি দেশে প্রতি বছর ২৮ জুলাই দিবসটিকে পালন করা হয়।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হেপাটাইটিস দিবস পালন করা হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো – আসুন এটি ভেঙে ফেলি।

হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে দেশে দেশে কাল বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। লিভার রোগ সম্পর্কে অজ্ঞতা, সময়মতো চিকিৎসা গ্রহণ না করা এবং বিদ্যমান নানা কুসংস্কার বিষয়ে সচেতনতা ও করণীয় সম্পর্কে কাল বিভিন্ন কর্মসূচি বাংলাদেশেও পালিত হবে।

দেশে প্রতি বছর বহু মানুষ হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও লিভার ফেইলিওরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। সচেতনতা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব হেপাটাইটিস দিবস হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষিত ১১টি আনুষ্ঠানিক বিশ্বব্যাপী জনস্বাস্থ্য প্রচারণার মধ্যে একটি।

২০০৮ সালে, বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স রোগী গোষ্ঠীর সহযোগিতায় ১৯ মে তারিখটিকে প্রথম বিশ্বব্যাপী বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করে।

২০১০ সালের মে মাসে ৬৩তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর, জাতীয় ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টার প্রাথমিক লক্ষ্য হিসেবে বিশ্ব হেপাটাইটিস দিবসকে বিশ্বব্যাপী অনুমোদন দেওয়া হয় এবং তারিখটি ২৮ জুলাই করা হয় (নোবেল বিজয়ী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের সম্মানে, যিনি হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কারক এবং যিনি এই তারিখে তার জন্মদিন উদযাপন করেন)।

প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে মনোনীত করা হবে, যাতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা হিসেবে ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং সদস্য রাষ্ট্রগুলিতে এই রোগের প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণকে উদ্দীপিত করা যায়।

বিশ্ব হেপাটাইটিস দিবস এখন প্রতি বছর ১০০টিরও বেশি দেশে বিনামূল্যে স্ক্রিনিং, পোস্টার প্রচারণা, বিক্ষোভ, কনসার্ট, টক শো, ফ্ল্যাশ মব ও টিকাদান অভিযানের মতো অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃত।

প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হেপাটাইটিস জোট বিশ্বজুড়ে সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস

আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আগামীকাল বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বে প্রতিবছর দিবসটি পালন করা হয়।হেপাটাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ২০০৮ সালের ২৮ জুলাই সর্বপ্রথম বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’ দিনটিকে হেপাটাইটিস দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়।

২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের প্রতিটি দেশে প্রতি বছর ২৮ জুলাই দিবসটিকে পালন করা হয়।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হেপাটাইটিস দিবস পালন করা হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো – আসুন এটি ভেঙে ফেলি।

হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে দেশে দেশে কাল বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। লিভার রোগ সম্পর্কে অজ্ঞতা, সময়মতো চিকিৎসা গ্রহণ না করা এবং বিদ্যমান নানা কুসংস্কার বিষয়ে সচেতনতা ও করণীয় সম্পর্কে কাল বিভিন্ন কর্মসূচি বাংলাদেশেও পালিত হবে।

দেশে প্রতি বছর বহু মানুষ হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও লিভার ফেইলিওরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। সচেতনতা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব হেপাটাইটিস দিবস হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষিত ১১টি আনুষ্ঠানিক বিশ্বব্যাপী জনস্বাস্থ্য প্রচারণার মধ্যে একটি।

২০০৮ সালে, বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স রোগী গোষ্ঠীর সহযোগিতায় ১৯ মে তারিখটিকে প্রথম বিশ্বব্যাপী বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করে।

২০১০ সালের মে মাসে ৬৩তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর, জাতীয় ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টার প্রাথমিক লক্ষ্য হিসেবে বিশ্ব হেপাটাইটিস দিবসকে বিশ্বব্যাপী অনুমোদন দেওয়া হয় এবং তারিখটি ২৮ জুলাই করা হয় (নোবেল বিজয়ী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের সম্মানে, যিনি হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কারক এবং যিনি এই তারিখে তার জন্মদিন উদযাপন করেন)।

প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে মনোনীত করা হবে, যাতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা হিসেবে ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং সদস্য রাষ্ট্রগুলিতে এই রোগের প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণকে উদ্দীপিত করা যায়।

বিশ্ব হেপাটাইটিস দিবস এখন প্রতি বছর ১০০টিরও বেশি দেশে বিনামূল্যে স্ক্রিনিং, পোস্টার প্রচারণা, বিক্ষোভ, কনসার্ট, টক শো, ফ্ল্যাশ মব ও টিকাদান অভিযানের মতো অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃত।

প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হেপাটাইটিস জোট বিশ্বজুড়ে সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশ করে।