খুলনার কয়রায় হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মায়ের খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বনবিভাগ।
বন বিভাগের কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বনবিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের মায়ের খাল এলাকায় একটি নৌকা দেখতে পাওয়া যায়। নৌকাটি থামাতে বলা হলে নৌকায় থাকা ব্যাক্তিরা খালে ঝাপিয়ে পড়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া থেকে আনুমানিক ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়। চোরা শিকারিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
সূত্র অনুযায়ি, গত তিন মাসে এ নিয়ে সুন্দরবন থেকে শিকার করা হরিণের ৩৪৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৭ মার্চ বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হরিণের সাড়ে তিন মণ কেজি মাংস উদ্ধার করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আমরা সুন্দরবনে হরিণশিকারি ও লোকালয়ে হরিণের মাংস ক্রেতাদের তালিকা তৈরি করছি। এদের দ্রæত আইনের আওতায় আনা হবে। তাছাড়া শিকারে জড়িত ব্যক্তিদের তথ্যদাতাকেও পুরস্কার দেওয়ার ঘোষনা রয়েছে। হরিণ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানঅব্যাহত থাকবে বলে জানান তিনি।











































