রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৩:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৭২৩ বার পড়া হয়েছে

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটা থেকে এই কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রোড (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এই চেকপোস্ট পরিচালিত হবে।

ডিএমপি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এই চেকপোস্ট কার্যক্রম চালু থাকবে। প্রথম পালা বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত চলবে।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকা মহানগর পুলিশ নগরবাসী এবং ঢাকায় প্রবেশকারী যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:২৩:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটা থেকে এই কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রোড (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এই চেকপোস্ট পরিচালিত হবে।

ডিএমপি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এই চেকপোস্ট কার্যক্রম চালু থাকবে। প্রথম পালা বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত চলবে।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকা মহানগর পুলিশ নগরবাসী এবং ঢাকায় প্রবেশকারী যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।