নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা গ্রামের মোঃ মঞ্জিল মিয়া (৫০) নামে এক রিক্সা চালককে ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় তার সাথে থাকা রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বূত্তরা। জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চন্ডীপাশা ইউনিয়নের ডাংরি নামক স্থানে এই ঘটনা ঘটে। রোববার (২ শে এপ্রিল) রাত ১১টার দিকে নান্দাইল নতুন বাজার থেকে চৌরাস্থা যাওয়ার কথা বলে রিক্সায় উঠে দুই যুবক। রিক্সাটি ডাংরি নামক স্থানে পৌছাতেই যাত্রীবেশী দূর্বৃত্তরা চালককে ছুরিকাঘাত করে। এতে চালক গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যায়। এই সুযোগে একমাত্র সম্ভল ব্যাটারি চালিত রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে চালকের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে নান্দাইল সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সোমবার
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ