বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপির দীর্ঘ সময়ের দেশ পরিচালনায় হয়তো সামান্য ভুল-ত্রুটি হয়েছে, তবে বিএনপি কখনোই স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়নি।’
শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সময়ে বিএনপির বিরুদ্ধে লক্ষাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যারা এসব মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছেন, তাদের একদিন জবাব দিতে হবে।’
আজ (রোববার) এক রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে মঈন খান আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপোষ করা হবে না।’