চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২৫ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং জেলা পুলিশের একটি দল।
অভিযান সুত্রে জানা যায়, বড় বাজার এলাকায় শিশু খাদ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে ‘মেসার্স চুয়াডাঙ্গা সুপারি হাউস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নয়ন করার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। বাজার তদারকির সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্য নির্ধারণ এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মো. মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মসলা বাজার জাত ও সংরক্ষণ করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।