মুসলিম দেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের সরকার ঘোষণা করেছে যে, প্রাদেশিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন ৩০ মে’র মধ্যেই পরিশোধ করা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেপি সরকারের অর্থ বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সব বিভাগ ও প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠানো হয়েছে যাতে মে মাসের শেষ কর্মদিবসের মধ্যেই সব অর্থ পরিশোধ সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুন রোববার হওয়ায় যেহেতু সেদিন সরকারি ছুটি থাকবে, তাই বেতন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দেশজুড়ে এখনও ঈদের নির্দিষ্ট তারিখ নিশ্চিত হয়নি। ঈদুল আজহার তারিখ নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মে ইসলামাবাদে কেন্দ্রীয় রুয়েত-এ-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবির আজাদ এতে সভাপতিত্ব করবেন এবং সেই বৈঠকেই জিলহজ মাসের শুরু নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে।
একই দিন দেশের বিভিন্ন আঞ্চলিক রুয়েত কমিটিগুলো নিজ নিজ প্রদেশে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণে বসবে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘২৭ মে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপিত হবে ৬ জুন। তবে চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।’
এদিকে একজন জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন, ২৮ মে চাঁদ দেখার সম্ভাবনাই বেশি, ফলে ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
সরকারি ছুটি ও বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে এই ধরনের আগাম ব্যবস্থা নেয়ায় প্রাদেশিক সরকার প্রশংসা পেয়েছে অনেক কর্মচারীর কাছ থেকে।