বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মার্কিন হাসপাতাল ভারতে আনছে আদানি, নিজের বিনিয়োগ ৬ হাজার কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ মুম্বাই ও আহমেদাবাদে উন্নতমানের স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করতে ‘আদানি হেলথ সিটি’ প্রকল্পের অধীনে দুটি বৃহৎ স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছে। ৬ হাজার কোটি রুপি (প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগে নির্মিতব্য এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিং-এর সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপ, যা প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা উন্নয়নে পরামর্শ দেবে।

প্রতিটি আদানি হেলথ সিটি ক্যাম্পাসে থাকবে ১ হাজার শয্যার মাল্টি-সুপার-স্পেশালিটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ। এখানে প্রতি বছর ১৫০ জন স্নাতক, ৮০ জন আবাসিক চিকিৎসক ও ৪০ জনের বেশি ফেলো শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এছাড়া, পুনর্বাসন সুবিধা, ট্রানজিশনাল কেয়ার এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও থাকবে।

গৌতম আদানি জানান, দুই বছর আগে তার ৬০তম জন্মদিনে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ৬০ হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। এই প্রকল্প তারই অংশ, যা আদানি পরিবার সম্পূর্ণভাবে অর্থায়ন করবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ভারতের সব স্তরের মানুষের জন্য উন্নতমানের এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা।”

আদানি গ্রুপ এক বিবৃতিতে জানায়, মায়ো ক্লিনিক সংগঠনের কৌশলগত দিকনির্দেশনা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তির সংযুক্তি এবং চিকিৎসার মানোন্নয়নে কাজ করবে।

গৌতম আদানি বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের সঙ্গে আমাদের অংশীদারত্ব জটিল রোগের চিকিৎসা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এর আগে, ২০২৩ সালে আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগ তোলে, যেখানে বলা হয়, ভারতীয় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত চুক্তি পেতে তারা ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। তবে আদানি গ্রুপ এই অভিযোগকে “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular