শিরোনাম :
Logo মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে Logo স্বর্ণের দামে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস Logo দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি Logo বাবা হলেন যুক্তরাষ্ট্রে আটক খলিল, দেখতে পারলেন না সদ্যোজাত সন্তানের মুখ Logo এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত, তবে হতাশ নই Logo আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি Logo ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি Logo হঠাৎ বৃষ্টিতে চাঁদপুর শহরের মুসলিম কবরস্থান রোড এলাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী Logo ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই:ব্যারিস্টার ফুয়াদ Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

ইরানের হাতে নতুন ক্ষেপণাস্ত্র, পাল্লা ৩ হাজার কিমি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে
ইরান ‘গোপনে’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে ফ্রান্স-ভিত্তিক তেহরানের সরকারবিরোধী রাজনৈতিক সংগঠন এনসিআরআই। সংগঠনটির বরাত দিয়ে সম্প্রতি এ খবর প্রকাশ করে টেলিগ্রাফ ইন্ডিয়া।

এর আগে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে এনসিআরআই। এতে বলা হয়, শাহরুদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। সেখানেই পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে বলে দাবি করা হয়। আর এই ওয়ারহেডটিকে ‘ঘাম-১০০’ নামের একটি রকেটে যুক্ত করা হবে, যা তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করা হয় প্রতিবেদনে।

এদিকে, ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। বলেন, তেল বিক্রির টাকায় ইরান যেন সন্ত্রাসীদের মদদ দিতে না পারে সেই পথ বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

তবে নিষেধাজ্ঞার হুমকি দিলেও সমঝোতার পথ খোলা রেখেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে ইরানকে ছিন্নভিন্ন করে দেয়ার খবরকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন তিনি।

বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক শান্তিচুক্তির পক্ষেই আছেন তিনি। এ নিয়ে অবিলম্বে কাজ করার কথাও জানান ট্রাম্প।

এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানি। পরবর্তীতে ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে

ইরানের হাতে নতুন ক্ষেপণাস্ত্র, পাল্লা ৩ হাজার কিমি

আপডেট সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
ইরান ‘গোপনে’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে ফ্রান্স-ভিত্তিক তেহরানের সরকারবিরোধী রাজনৈতিক সংগঠন এনসিআরআই। সংগঠনটির বরাত দিয়ে সম্প্রতি এ খবর প্রকাশ করে টেলিগ্রাফ ইন্ডিয়া।

এর আগে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে এনসিআরআই। এতে বলা হয়, শাহরুদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। সেখানেই পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে বলে দাবি করা হয়। আর এই ওয়ারহেডটিকে ‘ঘাম-১০০’ নামের একটি রকেটে যুক্ত করা হবে, যা তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করা হয় প্রতিবেদনে।

এদিকে, ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। বলেন, তেল বিক্রির টাকায় ইরান যেন সন্ত্রাসীদের মদদ দিতে না পারে সেই পথ বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

তবে নিষেধাজ্ঞার হুমকি দিলেও সমঝোতার পথ খোলা রেখেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে ইরানকে ছিন্নভিন্ন করে দেয়ার খবরকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন তিনি।

বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক শান্তিচুক্তির পক্ষেই আছেন তিনি। এ নিয়ে অবিলম্বে কাজ করার কথাও জানান ট্রাম্প।

এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানি। পরবর্তীতে ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।