সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

একই সময়ে মাঠে নামছে ৩৬ দল, নতুন ফরম্যাটে জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নতুন কাঠামোর নকআউট পর্বে জায়গা করে নিতে আজ বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাঠে নামছে। সেজন্য রাত ২টায় একসাথে মাঠে গড়াবে ১৮টি ম্যাচ। এতে মোট ৩৬ দল খেলছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম একসাথে মাঠে গড়াবে এতগুলো ম্যাচ। সরাসরি প্লে-অফে জায়গা করে নিতে লড়বে ৩৬টি দল।

এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ আট কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্টদের। শীর্ষ ২৪ দলের প্রথম আটটি সরাসরি জায়গা করে নিবে শেষ ষোলোতে। বাকি ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে কোয়ার্টার ফাইনালে।

এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে সবগুলো দল। প্রতিটা ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৬টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের সঙ্গী হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে আর্সেনাল ও ইন্টার মিলান।

এদিকে সরাসরি শেষ ষোলোতে ওঠার আশা এখনো বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও ইউভেন্তাসের মতো ক্লাবগুলোও।

যদিও শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে, ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বায়ার্নের অবস্থান ১৫তে। শীর্ষ আটের আশা অবশ্য এখনও ছাড়েননি বায়ার্ন কোচ। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের পরেই অবস্থান রিয়াল মাদ্রিদের।

অন্যদিকে, শোচনীয় অবস্থায় ম্যাচনেস্টার সিটির। তবে পিএসজি আর সিটির প্লে-অফ নিশ্চিত করার সম্ভাবনাই বেশি। পিএসজির প্রতিপক্ষ স্টুটগার্ড, সিটির প্রতিপক্ষ ক্লাব বার্গ। ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের ২৫-এ অবস্থান গার্দিওলা শিষ্যদের। নকআউটে জায়গা পেতে, জয়ের বিকল্প নেই সিটিজেনদের।

নতুন নিয়মে কপাল পুড়েছে নয়টি দলের। জিরোনা, রেড স্টার বেলগ্রেড ও সালজবুর্গের অবশ্য নকআউটে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে লিগ পর্ব ৩৬ দলের। প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এদিকে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউটে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোয়। বাকিরা প্লে-অফের ম্যাচ শেষ করে কোয়ার্টার ফাইনালে খেলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

একই সময়ে মাঠে নামছে ৩৬ দল, নতুন ফরম্যাটে জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগ

আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নতুন কাঠামোর নকআউট পর্বে জায়গা করে নিতে আজ বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাঠে নামছে। সেজন্য রাত ২টায় একসাথে মাঠে গড়াবে ১৮টি ম্যাচ। এতে মোট ৩৬ দল খেলছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম একসাথে মাঠে গড়াবে এতগুলো ম্যাচ। সরাসরি প্লে-অফে জায়গা করে নিতে লড়বে ৩৬টি দল।

এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ আট কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্টদের। শীর্ষ ২৪ দলের প্রথম আটটি সরাসরি জায়গা করে নিবে শেষ ষোলোতে। বাকি ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে কোয়ার্টার ফাইনালে।

এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে সবগুলো দল। প্রতিটা ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৬টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের সঙ্গী হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে আর্সেনাল ও ইন্টার মিলান।

এদিকে সরাসরি শেষ ষোলোতে ওঠার আশা এখনো বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও ইউভেন্তাসের মতো ক্লাবগুলোও।

যদিও শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে, ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বায়ার্নের অবস্থান ১৫তে। শীর্ষ আটের আশা অবশ্য এখনও ছাড়েননি বায়ার্ন কোচ। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের পরেই অবস্থান রিয়াল মাদ্রিদের।

অন্যদিকে, শোচনীয় অবস্থায় ম্যাচনেস্টার সিটির। তবে পিএসজি আর সিটির প্লে-অফ নিশ্চিত করার সম্ভাবনাই বেশি। পিএসজির প্রতিপক্ষ স্টুটগার্ড, সিটির প্রতিপক্ষ ক্লাব বার্গ। ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের ২৫-এ অবস্থান গার্দিওলা শিষ্যদের। নকআউটে জায়গা পেতে, জয়ের বিকল্প নেই সিটিজেনদের।

নতুন নিয়মে কপাল পুড়েছে নয়টি দলের। জিরোনা, রেড স্টার বেলগ্রেড ও সালজবুর্গের অবশ্য নকআউটে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে লিগ পর্ব ৩৬ দলের। প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এদিকে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউটে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোয়। বাকিরা প্লে-অফের ম্যাচ শেষ করে কোয়ার্টার ফাইনালে খেলবে।