শিরোনাম :
Logo আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য Logo বিশ্বের বড় কমেডি উৎসব সৌদি আরবে Logo রাবিতে ভর্তিতে জালিয়াতির অভিযোগে ১ শিক্ষার্থী আটক Logo মতলবে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে লিফলেট বিতরণ Logo ব্যান্ডশিল্পী রাতুল মারা গেছেন Logo গাজায় বোমা হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু Logo যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল Logo থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ, পুরো পৌর এলাকায় চলবে স্প্রে কার্যক্রম

বাংলাদেশি স্টল ছাড়াই এবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে। ৪৮তম আসরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান।

বাংলাদেশের অনুপস্থিতি এবারের বইমেলায় আলোচনার কেন্দ্রে। প্রতিবছর বইমেলায় নিয়মিত থাকা বাংলাদেশ প্যাভিলিয়ন এবার অনুপস্থিত, যা বাংলাভাষী বইপ্রেমীদের হতাশ করেছে। বাংলাদেশের জায়গায় এবার যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

বাংলাভাষী বইপ্রেমীরা দুঃখ প্রকাশ করে বলেছেন, “কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল আমাদের প্রিয় অংশ। এবার সেটি না থাকায় আমরা হতাশ।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী বক্তব্যে বলেন, “কলকাতা বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল যুগের মধ্যেও বইয়ের কদর কখনো কমবে না। বই মানুষের হৃদয়ের কথা বলে।”

জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য এবারের বইমেলায় বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।

১৯৭৬ সালে শুরু হওয়া কলকাতা বইমেলা এবার শেষ হবে ৯ ফেব্রুয়ারি। আয়োজক সংস্থা জানিয়েছে, গতবারের মেলায় ২৭ লাখ দর্শক অংশ নিয়েছিল এবং ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল। এবার মেলায় অংশ নিয়েছে এক হাজার ৫৭টি প্রকাশনা সংস্থা, যা গতবারের চেয়ে বেশি।

বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া এবারের মেলা সম্পন্ন হলেও বাংলাভাষী বইপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশ আবারও কলকাতা বইমেলার অংশ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বেই প্রয়োজন : খুবি উপাচার্য

বাংলাদেশি স্টল ছাড়াই এবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে। ৪৮তম আসরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান।

বাংলাদেশের অনুপস্থিতি এবারের বইমেলায় আলোচনার কেন্দ্রে। প্রতিবছর বইমেলায় নিয়মিত থাকা বাংলাদেশ প্যাভিলিয়ন এবার অনুপস্থিত, যা বাংলাভাষী বইপ্রেমীদের হতাশ করেছে। বাংলাদেশের জায়গায় এবার যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

বাংলাভাষী বইপ্রেমীরা দুঃখ প্রকাশ করে বলেছেন, “কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল আমাদের প্রিয় অংশ। এবার সেটি না থাকায় আমরা হতাশ।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী বক্তব্যে বলেন, “কলকাতা বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল যুগের মধ্যেও বইয়ের কদর কখনো কমবে না। বই মানুষের হৃদয়ের কথা বলে।”

জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য এবারের বইমেলায় বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।

১৯৭৬ সালে শুরু হওয়া কলকাতা বইমেলা এবার শেষ হবে ৯ ফেব্রুয়ারি। আয়োজক সংস্থা জানিয়েছে, গতবারের মেলায় ২৭ লাখ দর্শক অংশ নিয়েছিল এবং ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল। এবার মেলায় অংশ নিয়েছে এক হাজার ৫৭টি প্রকাশনা সংস্থা, যা গতবারের চেয়ে বেশি।

বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া এবারের মেলা সম্পন্ন হলেও বাংলাভাষী বইপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশ আবারও কলকাতা বইমেলার অংশ হবে।