শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

নারী ও শিশুসহ ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
  • ৭৭৮ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। এদিকে তিনজনের বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ৯০ জনের সবাই নারী ও শিশু।

সোমবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়। তারা সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সংবাদমাধ্যম দুটি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জেল সার্ভিস।

খবরে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

জারার এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে তার প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে উস্কানিসহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কিছুক্ষণ পরই হামাস জানায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় তারা রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেবে। রেডক্রসের একটি দল দুপুরেই গাজায় প্রবেশ করে এবং বন্দিদের গ্রহণ করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাবেক জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি এবং দোরোন স্টেইনব্রিচার এ মুহূর্তে নিরাপদ আছেন। তারা আমাদের কাছে আছেন। তারা বাড়ি ফিরছেন।’

এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় ঘরছাড়া হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেকে পায়ে হেঁটে, আবার কেউ গাড়ির কনভয়ে বাড়ির পথে ফিরছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

নারী ও শিশুসহ ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। এদিকে তিনজনের বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ৯০ জনের সবাই নারী ও শিশু।

সোমবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়। তারা সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সংবাদমাধ্যম দুটি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জেল সার্ভিস।

খবরে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

জারার এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে তার প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে উস্কানিসহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কিছুক্ষণ পরই হামাস জানায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় তারা রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেবে। রেডক্রসের একটি দল দুপুরেই গাজায় প্রবেশ করে এবং বন্দিদের গ্রহণ করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাবেক জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি এবং দোরোন স্টেইনব্রিচার এ মুহূর্তে নিরাপদ আছেন। তারা আমাদের কাছে আছেন। তারা বাড়ি ফিরছেন।’

এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় ঘরছাড়া হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেকে পায়ে হেঁটে, আবার কেউ গাড়ির কনভয়ে বাড়ির পথে ফিরছেন।