শিরোনাম :
Logo স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ Logo উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৯, চিকিৎসাধীন ৫৭: স্বাস্থ্য অধিদপ্তর Logo সন্ধ্যায় জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল Logo নতুন মামলায় ইনু, পলক ও মমতাজ গ্রেফতার Logo এনায়েতপুরে যমুনা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার Logo টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই Logo ইবি’র জুলাই ৩৬ হলের কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন ও তামান্না Logo বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির ক্লাবে যোগ দেবেন মেসি?

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যাকাণ্ডে খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে জামিন দেয়া হয়।

এদিন বেলা ১১টার পর আদালত কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। পরে উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো. ইউসুফ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়; হত্যা ও বিস্ফোরক আইনে। হত্যা মামলায় খালাস পাওয়া এবং সাজা ভোগকারী অনেক আসামির মুক্তি আটকে ছিল বিস্ফোরক মামলার কারণে।

২০১৩ সালের ৫ নভেম্বর, হত্যা মামলার বিচার শেষ হলে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২৭৮ জন খালাস পান। এরপর ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ফলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে ১৫ জনসহ মোট ৫৪ আসামি মারা গেছেন।

হাইকোর্টের রায়ের পর ২২৬ জন আসামি আপিল করেছেন, আর রাষ্ট্রপক্ষ ৮৩ জন আসামির খালাস ও সাজা কমানোর বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। এসব আপিল বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: আসিফ মাহমুদ

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

আপডেট সময় : ০৫:১৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যাকাণ্ডে খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে জামিন দেয়া হয়।

এদিন বেলা ১১টার পর আদালত কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। পরে উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো. ইউসুফ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়; হত্যা ও বিস্ফোরক আইনে। হত্যা মামলায় খালাস পাওয়া এবং সাজা ভোগকারী অনেক আসামির মুক্তি আটকে ছিল বিস্ফোরক মামলার কারণে।

২০১৩ সালের ৫ নভেম্বর, হত্যা মামলার বিচার শেষ হলে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২৭৮ জন খালাস পান। এরপর ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ফলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে ১৫ জনসহ মোট ৫৪ আসামি মারা গেছেন।

হাইকোর্টের রায়ের পর ২২৬ জন আসামি আপিল করেছেন, আর রাষ্ট্রপক্ষ ৮৩ জন আসামির খালাস ও সাজা কমানোর বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। এসব আপিল বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।