নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গন্ধযুক্ত ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় ফুচকা বিক্রেতা মোহাম্মদ মইনুল হোসেন (২৮) এনায়েতপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে পচন ধরেছে এবং পরিচয় শনাক্তের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে এনায়েতপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।