শিরোনাম :
Logo মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে Logo সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর Logo চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার! Logo ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস Logo এন্ট্রি পদ নবম গ্রেড ও আলাদা অধিদপ্তর গঠনের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন Logo চাঁদপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাস মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা Logo চাঁদপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা Logo বীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম জন্মবার্ষিকী পালিত

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
আইসিসির টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার দাপট। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যতিক্রম হবে না। কারণ, এই আসরকে সামনে রেখে এক স্পিনার নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত ওয়ানডে বিশ্বকাপে প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতকে হারিয়ে হেক্সা মিশনে সফল হয়েছিল অজিরা। তাই পাকিস্তানের মাটিতেও এই পেসারের নেতৃত্বের উপর ভরসা রেখেছে তারা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য এই দুজনকেই রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। কারণ, পাকিস্তানের মাটিতে প্রচুর রান হওয়ায় একজন স্পিনার নিয়েছে তারা। আর অপশনাল স্পিনার হিসেবে কাজ করবেন হেড ও ম্যাক্সওয়েল।

বরাবরের মতো অস্ট্রেলিয়া হাজির হচ্ছে ভারি পেস বোলিংলাইন নিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
আইসিসির টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার দাপট। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যতিক্রম হবে না। কারণ, এই আসরকে সামনে রেখে এক স্পিনার নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত ওয়ানডে বিশ্বকাপে প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতকে হারিয়ে হেক্সা মিশনে সফল হয়েছিল অজিরা। তাই পাকিস্তানের মাটিতেও এই পেসারের নেতৃত্বের উপর ভরসা রেখেছে তারা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য এই দুজনকেই রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। কারণ, পাকিস্তানের মাটিতে প্রচুর রান হওয়ায় একজন স্পিনার নিয়েছে তারা। আর অপশনাল স্পিনার হিসেবে কাজ করবেন হেড ও ম্যাক্সওয়েল।

বরাবরের মতো অস্ট্রেলিয়া হাজির হচ্ছে ভারি পেস বোলিংলাইন নিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।