শিরোনাম :
Logo সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল

পঞ্চগড়ে চার বছর পরে বন্ধ চিনিকল পূনরায় চালু ।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি: আল মাহমুদ দোলন

চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বন্ধ থাকা পঞ্চগড়ের ভারি শিল্প চিনিকল। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর অধীন ৬টি চিনিকলের আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পূনরায় চালুর চিনিকল গুলো হচ্ছে পঞ্চগড়, রংপুর, পাবনা, কুষ্টিয়া, সেতাবগঞ্জ ও শ্যামপুর।

প্রজ্ঞাপনে বলা হয়, মাড়াই স্থগিতকৃত চিনিকল সমূহ পুনরায় চালু করার জন্য ও চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের লক্ষে গঠিত টাক্সফোর্সের সুপারিশ ও মতামতের আলোকে ০৩/১২/২০২৪ তারিখে স্মারক মূলে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে শ্যামপুর, সেতাবগঞ্জ, পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং কুষ্টিয়া ও রংপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পূনরায় চালুকরণের লক্ষে উপর্যুক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

জানা যায়, উত্তরের জেলার একমাত্র ভারি শিল্প চিনিকল। প্রায় ২১ দশমিক ২৮ একর জমির ওপর গড়ে উঠা চিনিকলটি ২০০৫-৬ অর্থবছরে নানা কারণে লোকসান গুণতে শুরু করে। লোকসানের কারণে সরকার ২০২০ সালে দেশের ছয়টি কারখানার সঙ্গে পঞ্চগড় চিনিকলেরও আখ মাড়াই কার্যক্রম স্থগিত করে। তখন থেকেই বন্ধ হয়ে যায় কারখানাটির আখ মাড়াই কার্যক্রম। দীর্ঘ ৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আখ মাড়াই। নষ্ট হওয়ার পথে মূল্যবান যন্ত্রপাতি। ২০১৮ সালে ৬ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ শুরু হলে ২০২২ সালের ৩১ মার্চ ইটিপির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড।

পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বন্ধ বন্ধ থাকার পর বর্তমান অন্তবর্তীকালিন সরকার চিনিকলটি চালুর উদ্যোগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঠাকুরগাঁও চিনিকলের তত্ত্বাবধানে পঞ্চগড়ে আখ চাষ হচ্ছে। ৩১টি ইক্ষু ক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। বর্তমানে ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। এখন আখ মাড়াইয়ের মৌসুম চলমান। মাঠে ২০০ একর জমিতে আখ চলমান রয়েছে। আখ চাষিদের উদ্বুদ্ধ করা হবে। কৃষকরা আখ চাষে আগের সেই উদ্যমে ফিরে আসে।

গত ১৬ নভেম্বর বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসেছিলেন অন্তবর্তীকালিন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা পঞ্চগড়সহ বন্ধ থাকা সকল সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান। একই সাথে সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এ শিল্প উপদেষ্টা।

পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, সরকার পঞ্চগড়সহ ৬টি চিনিকল চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। বর্তমানে এ জেলায় ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। ৩১টি ইক্ষুক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। এখন তো আখ মাড়াইয়ের মৌসুম। মাঠে ২০০ একর জমিতে আখ রয়েছে। আখ রোপনের সময় শুরু হয়েছে। আমরা চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতিকে শোকজ

পঞ্চগড়ে চার বছর পরে বন্ধ চিনিকল পূনরায় চালু ।

আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড় জেলা প্রতিনিধি: আল মাহমুদ দোলন

চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বন্ধ থাকা পঞ্চগড়ের ভারি শিল্প চিনিকল। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর অধীন ৬টি চিনিকলের আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পূনরায় চালুর চিনিকল গুলো হচ্ছে পঞ্চগড়, রংপুর, পাবনা, কুষ্টিয়া, সেতাবগঞ্জ ও শ্যামপুর।

প্রজ্ঞাপনে বলা হয়, মাড়াই স্থগিতকৃত চিনিকল সমূহ পুনরায় চালু করার জন্য ও চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের লক্ষে গঠিত টাক্সফোর্সের সুপারিশ ও মতামতের আলোকে ০৩/১২/২০২৪ তারিখে স্মারক মূলে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে শ্যামপুর, সেতাবগঞ্জ, পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং কুষ্টিয়া ও রংপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পূনরায় চালুকরণের লক্ষে উপর্যুক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

জানা যায়, উত্তরের জেলার একমাত্র ভারি শিল্প চিনিকল। প্রায় ২১ দশমিক ২৮ একর জমির ওপর গড়ে উঠা চিনিকলটি ২০০৫-৬ অর্থবছরে নানা কারণে লোকসান গুণতে শুরু করে। লোকসানের কারণে সরকার ২০২০ সালে দেশের ছয়টি কারখানার সঙ্গে পঞ্চগড় চিনিকলেরও আখ মাড়াই কার্যক্রম স্থগিত করে। তখন থেকেই বন্ধ হয়ে যায় কারখানাটির আখ মাড়াই কার্যক্রম। দীর্ঘ ৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আখ মাড়াই। নষ্ট হওয়ার পথে মূল্যবান যন্ত্রপাতি। ২০১৮ সালে ৬ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ শুরু হলে ২০২২ সালের ৩১ মার্চ ইটিপির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড।

পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বন্ধ বন্ধ থাকার পর বর্তমান অন্তবর্তীকালিন সরকার চিনিকলটি চালুর উদ্যোগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঠাকুরগাঁও চিনিকলের তত্ত্বাবধানে পঞ্চগড়ে আখ চাষ হচ্ছে। ৩১টি ইক্ষু ক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। বর্তমানে ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। এখন আখ মাড়াইয়ের মৌসুম চলমান। মাঠে ২০০ একর জমিতে আখ চলমান রয়েছে। আখ চাষিদের উদ্বুদ্ধ করা হবে। কৃষকরা আখ চাষে আগের সেই উদ্যমে ফিরে আসে।

গত ১৬ নভেম্বর বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসেছিলেন অন্তবর্তীকালিন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা পঞ্চগড়সহ বন্ধ থাকা সকল সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান। একই সাথে সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এ শিল্প উপদেষ্টা।

পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, সরকার পঞ্চগড়সহ ৬টি চিনিকল চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। বর্তমানে এ জেলায় ৭৯২ একর জমিতে আখ আবাদ হচ্ছে। ৩১টি ইক্ষুক্রয় কেন্দ্র এর মধ্যে ৮টি চালু রয়েছে। এখন তো আখ মাড়াইয়ের মৌসুম। মাঠে ২০০ একর জমিতে আখ রয়েছে। আখ রোপনের সময় শুরু হয়েছে। আমরা চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।