খুলনার কয়রা থানা পুলিশ বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে তিনটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন ২নং কয়রা গ্রামের মোঃ আজগর মালীর ছেলে মোঃ রমজান মালী( বাবু) , মদিনাবাদ গ্রামের মৃত কেসমত আলী মিস্ত্রীর ছেলে মোঃ আল আমিন মিস্ত্রী এবং গোবরা গ্রামের মৃত ইসমাইল সানার ছেলে মহাসিন সানা ।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান গ্ৰেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কয়রা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে ।