সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ভোমরখালী বন টহল ফাঁড়ির আওতাধীন এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ৮ শ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১ টি ডাবল ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ ।
এ সময় অন্যান্য ৫০ কেজি মাছ সহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে বুধবার (২৩ জুলাই) রাত ১০ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটুর নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ চিংড়ি সহ ট্রলারটি জব্দ করা হয়।
অভিযানকালে ভোমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হাকিম সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অসাধু জেলেরা গহিন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।