বৃহস্পতিবার কম্বোডিয়ার একটি রকেট হামলায় তিন থাই বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে থাই সেনাবাহিনী জানিয়েছে।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি বলেছে, বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সময় হামলাটি চালানো হলো।
কম্বোডিয়ান বাহিনী ‘বেসামরিক নাগরিকের ওপর হামলা’ চালিয়েছে জানিয়ে থাই সেনাবাহিনী এ ঘটনার নিন্দা করেছে।
তারা বলেছে, দুটি বিএম-২১ রকেট সুরিন প্রদেশের কাপ চোয়েং জেলার একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এতে তিন জন আহত হয়েছে।