টেকনাফ প্রতিনিধি,
সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির প্রথম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকাল ৪টায় টেকনাফ প্রেসক্লাবের কার্যালয়ের হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জরুরি সভায় টেকনাফ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহীর সদস্য আয়াছ রনি, গিয়াস উদ্দিন ভূলু, জিয়াবুল হক, জাকারিয়া আলফাজ, নাছির উদ্দীন রাজ, শাহ আলম বিপ্লব প্রমুখ।
সভায় টেকনাফ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের অংশগ্রহণে গঠনমূলক প্রথম মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন সভাটিকে প্রাণবন্ত করে তোলে।
সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পরে সন্ধ্যা দিকে মোহনা টিভির জেলা প্রতিনিধি ও উখিয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আমানুল হক বাবুল এর সাথে টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।