ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে রঙিন পোশাকের সিরিজ শুরু করে বাংলাদেশ।
তবে টানা দুই ম্যাচ হেরে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজ খুয়িয়েছে টাইগাররা। বৃহস্পতিবার মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের ৩২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের চার জনের ফিফটি ছাপিয়ে আমির জাঙ্গু ওয়ানডে অভিষেক স্মরণীয় করে নিলেন। তাতে ১১ ম্যাচ বাংলাদেশের কাছে হারা ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করল।