রাজধানীর মিরপুর ৬ নাম্বারে ৪ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান সিরাজ।
শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর- ৬ নম্বরের ট ব্লকে অগ্নিকাণ্ড ঘটে।
শাহজাহান সিরাজ বলেন, প্রথমে অবস্থা ভয়াবহ হলেও ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।