আপডেট সময় :
০৫:১১:২৭ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
৭৬০
বার পড়া হয়েছে
ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা।
শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশের জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসাবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।
এই অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে দুজনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আর দুজনকে দেওয়া হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। মোট চারজনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া অন্য তিনজনের দুজন ভারতের ও একজন শ্রীলংকার।
পুরস্কার পেয়ে জয়া চাকমা বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এ অর্জন আমার একার নয়, দেশের মানুষেরও। এ স্বীকৃতি আগামীতে আমাকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।’